ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সন্ধান মিললো নিখোঁজ সহ-সমন্বয়ক খালেদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯, ২৫ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খালেদ হাসানের সন্ধান মিলেছে। চার দিন নিখোঁজ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে ফিরেছেন তিনি। শারীরিকভাবে সুস্থও আছেন খালেদ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রবেশ করেন। পরে হলের শিক্ষার্থীরা তাকে তার কক্ষে নিয়ে যান। 

তবে গত ৪ দিন তিনি কোথায় বা কার সাথে ছিলেন তা এখনও জানা যায়নি।

গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল থেকে বের হয়ে আর ফেরেনি। ছেলের সন্ধানে বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছেন বাবা। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও মেলেনি খালেদের সন্ধান।

খালেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, চার দিন ধরে নিখোঁজের পর ঢাবির সার্জেন্ট জহুরুল হক হলে ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সহ-সমন্বয়ক খালেদ হাসান। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি