ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

সন্ধ্যায় আ. লীগের কার্যনির্বাহী সভা, চলছে প্রস্তুতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ১২ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ শনিবার অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা ডাকা হয়েছে। গতকাল আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, সভায় আগামী নির্বাচনের প্রস্তুতির বিষয়ে নানা সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এদিকে শনিবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দলীয় প্রস্তুতি চলছে।নেতাদের দাওয়াত দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত হতে সংশ্লিষ্ট সবাইকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করতে বলা হয়েছে।

কেআই//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি