সন্ধ্যায় বাংলাদেশ-ভারত লড়াই, মাঠে নামছেন হামজা
প্রকাশিত : ১৪:৪১, ২৫ মার্চ ২০২৫ | আপডেট: ১৪:৪৩, ২৫ মার্চ ২০২৫

বাংলাদেশ বনাম ভারত ফুটবল ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ২৫ মার্চ অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচ। এর মধ্য দিয়ে প্রায় চার বছর পর আজ আবার ফুটবল মাঠে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। দুই প্রতিবেশী দেশের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। ভারতের শক্তিশালী দলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ। আর এই ম্যাচেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে লেস্টারের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগজয়ী হামজা চৌধুরীর। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে, ভারতের জন্য বিশেষ নজর থাকবে সুনীলের কামব্যাকের দিকে।
এশিয়ান কাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ ও ভারত আছে ‘সি’ গ্রুপে। চার দলের গ্রুপের অন্য দুটি দল হংকং ও সিঙ্গাপুর। ডাবল লিগ পদ্ধতির গ্রুপ পর্ব শেষে গ্রুপের শীর্ষ দলটি সুযোগ পাবে ২০২৭ এএফসি এশিয়ান কাপে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে হবে ২৪ দলের সেই টুর্নামেন্ট।
এই ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয়েছে গত বছর থেকেই। হামজা চৌধুরী যেদিনই বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন, সেই থেকেই দেশের ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ-ভারত ম্যাচ। এশিয়ান কাপের বাছাইপর্বের হাই ভোল্টেজ ম্যাচে আজ শিলংয়ে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ।
ম্যাচকে ঘিরে দুই দলই নিজের প্রস্তুতি সেরেছে। ভারতের সাম্প্রতিক ফর্ম ভালো থাকলেও, বাংলাদেশ দল নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে। ভারতের মালদ্বীপের বিরুদ্ধে ৩-০ গোলে জয়ের পর আত্মবিশ্বাস অনেকটাই উঁচুতে। অন্যদিকে, বাংলাদেশ দল ইংল্যান্ডে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরীকে নিয়ে নতুন কৌশলে খেলতে চাইছে।
বাংলাদেশের কোচ বলেছেন, “আমাদের খেলোয়াড়রা অনুপ্রাণিত, এবং হামজার উপস্থিতি দলের শক্তি বাড়াবে।” অপরদিকে, ভারতীয় কোচ মনে করছেন, “সুনীল ছেত্রী ফিরে আসায় দলের আত্মবিশ্বাস আরও বেড়েছে।” ম্যাচের আগে বাংলাদেশ অভিযোগ তুলেছে পর্যাপ্ত সুবিধা না পাওয়ার বিষয়ে, যদিও ভারতীয় শিবির এ বিষয়ে মন্তব্য করেনি।
বাংলাদেশ বনাম ভারত ফুটবল ম্যাচের ইতিহাস বলছে এগিয়ে আছে ভারতই। দুই দেশের প্রথম দেখা ১৯৭৮ সালের এশিয়ান গেমসে। সেবার বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছিল ভারত। এরপর দুই দল মুখোমুখি হয়েছে আরও ৩০ ম্যাচে।
৩১ ম্যাচের মাঝে জয়ের দিক দিয়ে যোজন যোজন এগিয়ে আছে ভারতই। তারা জিতেছে ১৬ ম্যাচ। বাংলাদেশের জয় মাত্র ৩ ম্যাচে। ১২টি ম্যাচ হয়েছে ড্র।
দুই দলের সবশেষ দেখা ২০২১ সালের সাফ চ্যাম্পিয়নশিপে। সেই ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ-ভারত। ভারতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ জয় পেয়েছিল ২০০৩ সালে। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে অতিরিক্ত সময়ের গোলে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।
আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হবে হামজার।
বাংলাদেশ-ভারত আজকের ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস। টি স্পোর্টসের অ্যাপেও দেখা যাবে ম্যাচটি।
এমবি//