ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে ঢাকা-সিলেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ১২ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১২:৪৩, ১২ জানুয়ারি ২০১৯

জমজমাট বিপিএলের ষষ্ঠ আসরের ১২তম ম্যাচে মুখোমুখি সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটস। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জয়ের ধারা অব্যাহত রাখতে সিলেটের বিপক্ষে খেলতে নামবে সাকিবরা। এর আগে দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় চিটাগং ভাইকিংসের বিপক্ষে খেলবে খুলনা টাইটান্স।

চলতি আসরে উড়ছে ঢাকা ডায়নামাইটস। নিজেদের শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে হারিয়েছে দলটি। এ জয়ে তিন ম্যাচ শেষে পুরো ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে তারা।

অন্যদিকে, দিনের প্রথম ম্যাচে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামবে মাহমুদউল্লাহর খুলনা টাইটান্স। এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেললেও কোনও ম্যাচে জয় পায়নি দলটি। এর ফলে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তারা। তাদের আজকের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস তিন ম্যাচের একটিতে জিতে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।

ঢাকা ডায়নামাইটস

সাকিব আল হাসান, সুনীল নারিন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতুল্লাহ যাযাই, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম, এন্ড্রু বার্চ, ইয়ান বেল, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাৎ হোসেন রাজীব, নাঈম শেখ।

সিলেট সিক্সার্স

নাসির হোসেন, সাব্বির রহমান, সোহেল তানভীর, লিটন দাস, ডেভিড ওয়ার্নার, সন্দিপ লামিচানে, আফিফ হোসেন, আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, আন্দ্রে ফ্লেচার, গুলবাদিন নাইব, অলক কাপালি, এবাদত হোসেন, নাবিল সামাদ, মোহাম্মদ ইরফান, ফ্যাবিয়ান অ্যালেন, মেহেদী হাসান রানা, তাসকিন আহমেদ।

খুলনা টাইটানস

মাহমুদউল্লাহ, কার্লোস ব্রেথওয়েট, দাউইদ মালান, আলি খান, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আল আমিন, তাইজুল ইসলাম, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, জহির খান, রাদারফোর্ড, শুভাশীষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল অঙ্কন, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেলর।

চিটাগং ভাইকিংস

মুশফিকুর রহিম, লুক রঙ্কি, সিকান্দার রেজা, সানজামুল ইসলাম, মোহাম্মদ শেহজাদ, রবার্ট ফ্রাইলিঙ্ক, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, নাঈম হাসান, ক্যামেরন ডেলপোর্ট, দাসুন শনাকা, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, শাদমান ইসলাম, নিহাদ উজ জামান, নাজিবুল্লাহ জাদরান।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি