ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

সন্নাসী হতে ১০০ কোটি টাকার মায়া ত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৯:৩৪, ১৬ সেপ্টেম্বর ২০১৭

সন্নাসী হওয়ার বাসনায় ১০০ কোটি টাকা মূল্যের সম্পদের মায়া ত্যাগ করলেন ভরতের মধ্য প্রদেশের এক দম্পতি। সুমিত রাঠৌর ও অনামিকা দম্পত্তির বয়স যথাক্রমে ৩৫ ও ৩৪ বছর। মাত্র চার বছর আগে তাদের বিয়ে হয়েছে। তাদের ঘরে রয়েছে ৩ বছরের এক ফুটফুটে শিশু। তবে সব ছেড়ে তাদের সন্নাস জীবন বেছে নেওয়ার ঘটনায় গোটা সম্প্রদায়ই বিস্মিত। আগামী ২৩ সেপ্টেম্বর প্রথমবারের মতো দীক্ষা নেয়া শুরু করবেন তারা। সন্ন্যাসী হওয়ার এটাই প্রথম ধাপ।

দু’জনের পরিবারই তাদের বোঝানোর চেষ্টা করেছেন, তবে কোনো লাভ হয়নি তাতে। শেষ পর্যন্ত ৩ বছরের নাতনির সমস্ত দায়িত্ব নিতে প্রস্তুত হয়েছেন অনামিকার বাবা অশোক চান্ডালিয়া; যিনি এক সময়ে বিজেপির জেলা সভাপতি ছিলেন।

এরআগে চলতি বছরের জুনে ১৭ বছরের এক কিশোর সন্ন্যাসী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিল। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৯ দশমিক ৯ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণও হয়েছিল ওই কিশোর।

অনামিকা নিজেও অষ্টম শ্রেণির বোর্ড পরীক্ষায় গোল্ড মেডেলিস্ট। পরে রাজস্থানের মোদি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করে হিন্দুস্তান জিঙ্কে কাজ শুরু করেন। অন্যদিকে সুমিত লন্ডন থেকে এক্সপোর্ট-ইমপোর্ট ম্যানেজমেন্টে ডিপ্লোমা করেছেন। সেখানে দু’বছর থাকার পর পারিবারিক ব্যবসা সামলাতে দেশে ফিরে আসেন।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি