ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সপরিবারে উচ্ছেদ হচ্ছেন মল্লিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ১৫ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:৪৪, ১৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সপরিবারে উচ্ছেদ হচ্ছেন বলিউডের বিখ্যাত নায়িকা মল্লিকা শেরাওয়াত। ভাড়া পরিশোধ না করায় প্যারিসের অ্যাপার্টমেন্ট থেকে তাকে উচ্ছেদ করা হবে।

এদিকে মালিক অ্যাপার্টমেন্টে থাকা ফার্নিচার ও অত্যাধুনিক ঘড়ি জব্দের দাবি তোলেন। মালিক পক্ষের আইনজীবী জানান, ১৪ নভেম্বর মল্লিকা পরিবার তার মক্কেলকে ৭৮ হাজার ৭শ’ ৮৬ ইউরো পরিশোধ করেন।

তারা (মল্লিকা পরিবার) ইচ্ছা করলেই ভাড়া মিটিয়ে দিয়ে চলমান সমস্যার সমাপ্তি টানতে পারেন কিন্তু বর্তমান সমস্যা নিয়ে তারা কোনো আলোচনা করছে না।

মল্লিকা পরিবারের আইনজীবী জানান, গত বছর দালানের ভেতর মল্লিকা শেরাওয়াত হামলার শিকার হলে ভাড়া পরিশোধ না করে বিরক্তি প্রকাশ করেন।

আরও জানা গেছে, মল্লিকা ৮০ হাজার ইউরো দিয়ে অ্যাপার্টমেন্টটি ভাড়া নেন। কিন্তু নভেম্বরে দালানের ভেতর মল্লিকা শেরাওয়াত হামলার শিকার হন। এ ছাড়াও ভাড়া পরিশোধ নিয়ে জমি মালিকের সঙ্গে তার বির্তক হয়। প্যারিসের একটি  আদালত এ নিয়ে রুল জারি করেন।

এদিকে মল্লিকার পক্ষের আইনজীবী তাদের সাময়িক অর্থিক সমস্যার কথা জানান। ভারতের এ তারকা এ পর্যন্ত ৪০টি ছবিতে অভিনয় করেছেন।

সূত্র : বিবিসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি