ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

সপ্তম বারের মতো শিরোপা জিতলো জুভেন্টাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ১৪ মে ২০১৮

সপ্তমবারের মতো শিরোপা জিতলো জুভেন্টাস। তাদের এই শিরোপা স্বপ্নে হুমকি হয়ে দাঁড়িয়েছিল নাপোলি। পয়েন্ট ব্যবধান কমিয়ে জুভেন্টাসের ঘাড়ে এক পর্যায়ে চেপে বসেছিল নাপোলি। রোমার বিপক্ষে ড্র করে নিশ্চিত করে নিয়েছে সিরি আ’র শিরোপা। এরমধ্য দিয়ে টানা সাতবারের মতো শিরোপা ঘরে তুলেছে ইতালীয় জায়ান্টরা।

দ্বিতীয় স্থানে থাকা নাপোলি সাম্পদরিয়ার বিপক্ষে জিতে গেছে। কিন্তু শিরোপা নিশ্চিত করতে আর একটি পয়েন্ট প্রয়োজন ছিল জুভেন্টাসের।

জুভেন্টাসের বিপক্ষে এদিন রোমা পরিণত হয়েছিল ১০ জনের দলে। তারপরেও সেই রোমার জাল কাঁপাতে ব্যর্থ হয়েছে দুই অর্ধে।

এই শিরোপা জয়ের আগে কোপা ইতালিয়ার শিরোপাও ঘরে তুলে ফেলেছে জুভেন্টাস। গত বুধবার সেই শিরোপা নিশ্চিত হওয়ায় ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি গত চার মৌসুমেই জিতেছেন ডাবল।

অথচ তাদের ডাবল জেতার স্বপ্ন ধূসর করে দিতে চেয়েছিল নাপোলি! মৌসুমের পুরো সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার পরেও তাদের সেই রাজত্বে হানা দেওয়ার হুমকি দিচ্ছিল। শেষ দুই ম্যাচে জুভেন্টাস হারলেই তাদের সমান পয়েন্ট হতে পারতো নাপোলির। যদিও শেষ সেই সম্ভাবনা উবে গেলো একটি ড্রতে।

এক ম্যাচ আগে শিরোপা নিশ্চিত করে ফেলা জুভেন্টাসের ৩৭ ম্যাচে পয়েন্ট দাঁড়িয়েছে ৯২। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির সংগ্রহ ৮৮ পয়েন্ট।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি