ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

সফল হতে হলে কাজে আনন্দ খুঁজে নিতে হবে : নাফিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০০, ৭ ডিসেম্বর ২০১৭

দুইবার অস্কারজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক নাফিস বিন জাফর বলেছেন, ’সফল হতে হলে কাজের মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে নিজের কাজকে যথাযথভাবে রপ্ত করতে পারলে আপনি এর মাঝে আনন্দ খুঁজে পাবেন আর আনন্দ ছাড়া আপনি কখনই সফলতা অর্জন করতে পারবেন না রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান চারদিন ব্যাপী ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ মেলার দ্বিতীয় দিনে এসব কথা বলেন সফটওয়্যার প্রকৌশলী এবং অ্যানিমেশন বিশেষজ্ঞ নাফিস

ডিজিটাল মেলায় হল অব ফেমে আয়োজিত ‘মিট উইথ নাফিস’ শীর্ষক এক সেমিনারে তরুণ গ্রাফিক্স এন্ড অ্যানিমেশন ডিজাইনারদের উদ্দেশ্য দীর্ঘ বক্তব্য রাখেন নাফিস। তিনি বলেন, ‘অ্যানিমেশনের কাজ করতে হলে আপনাকে প্রোগ্রামিং জানতে হবে। যেহেতু আমি একজন কম্পিউটার প্রকৌশলী, সেহেতু আগে থেকে আমার প্রোগ্রামিং জানা ছিল। তার পরেও শুরুতে এক একটি কাজ করতে এক মাস বা তার থেকেও বেশি সময় লেগেছে। তবে পরবর্তীতে স্বল্প সময়ে সেসব কাজ করতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘অ্যানিমেশন সিনামেগুলোর ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ ভিজ্যুয়াল ইফেক্টস লাগে। ঘটনাগুলোকে সফটওয়্যারে সহায়তায় ধাপে ধাপে সাজাতে হয়। এজন্য স্টোরি টেলিং খুবই গুরুত্বপূর্ণ।’

যারা অ্যানিমেশন সিনেমাতে কাজ করতে চান, তাদেরকে আগে থিয়েটারে কাজ করার পরামর্শও দেন নাফিস। এমনকি টেলিভিশনের জন্য ছোট গল্প বা শর্ট ফিল্মে কাজ করতে বলেন।

প্রথম বাংলাদেশি ব্যক্তি হিসেবে অস্কার জিতেন নাফিস বিন জাফর। ২০০৭ সালে হলিউডের ‘পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান : অ্যাট ওয়ার্ল্ডস’ ছবির জন্য সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ক্যাটেগরিতে এ পুরস্কার জেতেন। ২০১৪ সালে ‘২০১২’ ছবির জন্য আবারও অস্কার জিতেন নাফিস। ছবির অ্যানিমেশনে ড্রপ ডেস্ট্রাকশন টুলকিট সর্বপ্রথম ব্যবহারের জন্য এ পুরুস্কার পান তিনি।

১৯৭৮ সালের ৮ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন নাফিস। তার বাবা জাফর বিন বাশার, মা নাফিসা জাফর। তিনি বিখ্যাত চিত্রশিল্পী ও পাপেট নির্মাতা মুস্তফা মনোয়ারের ভাতিজা এবং প্রয়াত কবি ও লেখক গোলাম মোস্তফার নাতি।

 

/ডিডি/এসএইচএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি