ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সব কর্মসূচিতে অনুমতি লাগবে কেন: ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব কর্মসূচি পালন করতে অনুমতি নিতে হবে কেন? এটা তো আমাদের মৌলিক অধিকারের ব্যাপার। পুলিশি বাধায় শনিবার বিএনপির পূর্ব ঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পণ্ড হওয়ার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কর্মসূচি পালনের আগে পুলিশের অনুমতি নেওয়া হয়নি-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই কর্মসূচি পালন করতে অনুমতি লাগবে কেন? সব কর্মসূচিতে আমাদের অনুমতি নিতে হবে কেন? একটা গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে কেন অনুমতি নিতে হবে? আমরা তো রাস্তা বন্ধ করিনি। ১৪৪ ধারা ভঙ্গ করিনি। আমরা কোনও মিছিল করিনি। পুলিশের নিয়মের মধ্যে আছে অনুমতি না নিয়ে সভা সমাবেশ করা যাবে না। কিন্তু আমার তো সেই রকম কিছু করিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ফুটপাতে দাঁড়িয়ে আমি একটা প্রতিবাদ করতে পারবো না, কালো পতাকা দেখাতে পারবো না? এটা তো মৌলিক অধিকারের ব্যাপার। এটা তো আমার ফান্ডামেন্টাল অধিকার। তাহলে কি আমাদের সংবাদ সম্মেলন করতে অনুমতি লাগবে? আমার বাড়িতে পাঁচজন নেতার সঙ্গে কথা বলতে অনুমতি লাগবে?

এদিকে, সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার পথে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি