ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩১, ৩১ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

দেশে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। এতে সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়ানো হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। যা আগামীকাল শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের দাম নির্ধারণে প্রাইসিং ফর্মুলা অনুসরণ করা হয়। এ হিসেবে ২০২৫ সালের জানুয়ারি মাসে ডিজেলের মূল্য প্রতি লিটার ১০৪ টাকা হতে এক টাকা বৃদ্ধি করে ১০৫ টাকা। কেরোসিন ১০৪ টাকা হতে এক টাকা বৃদ্ধি করে ১০৫ টাকা করা হয়েছে। অপরদিকে, অকটেনের দাম ১২৫ টাকা থেকে ১২৬ টাকা ও পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ১২২ টাকায় নির্ধারণ করা হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি