১৭৬ রোহিঙ্গা গ্রাম মানবশূন্য
‘সব রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে না’
প্রকাশিত : ১০:৪৮, ১৪ সেপ্টেম্বর ২০১৭
মিয়ানমারের রাখাইন রাজ্যে ১৭৬টি গ্রাম এখন জন মানবশূন্য। চলমান সেনা অভিযানে রাজ্য রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোর বাসিন্দারা পালিয়ে গেছে প্রতিবেশি দেশগুলোয়। মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্রের বরাত দিয়ে ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
দেশটির প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র জ হাতয়ের বিবৃতি বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, রাখাইন রাজ্যের তিনটি শহরতলি এলাকায় সর্বমোট ৪৭১ টি গ্রাম রয়েছে। এর মধ্যে ১৭৬টি গ্রাম এখন জনমানবশূন্য। রাখাইনের আরও ৩৫ গ্রাম থেকেও কিছু কিছু রোহিঙ্গা পালিয়ে গেছে প্রতিবেশী দেশগুলোতে।
জ হাতয় বলেন, পালিয়ে যাওয়া বাসিন্দাদের সবাইকে মিয়ানমারে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না। যাচাইবাছাই করেই মিয়ানমার তাদের গ্রহণ করতে পারে।
গত ২৫ আগস্ট রাতে রাখাইনের কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলা হয়। এর পর থেকেই সেখানে নতুন করে সহিংস সেনা অভিযান শুরু হয়। নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে গত কয়েক সপ্তাহে তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
/আর/এআর
আরও পড়ুন