ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সব সংকটে জনগণের পাশে থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ৩১ মার্চ ২০২৫ | আপডেট: ২১:০৯, ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাধীন সেনাসদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রীতিভোজে অংশ নেন। 

এছাড়া সম্প্রতি ভাষানটেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন সেনাপ্রধান। 

তিনি সেনাসদস্যদের নিরলস পরিশ্রম ও দেশসেবার ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। এ সময় সেনাপ্রধান বলেন, "সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে, বিশেষ করে সংকটের মুহূর্তে।"

এদিকে ঈদ উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে সারাদেশে চিকিৎসাসেবা, ত্রাণ বিতরণ ও বিশেষ সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি