ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সব সুবিধাবঞ্চিতকে একটি বাড়ি একটি খামারের আওতায় আনা হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ২৪ আগস্ট ২০১৭

২০২১ সালের মধ্যে দেশের সুবিধাবঞ্চিত প্রায় সব মানুষকেই একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলেও মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।


বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের রিয়েল টাইম ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।


তিনি বলেন, দেশে এখন ঋুদ্রঋণের কোনো কার্যক্রম নেই। তবে গ্রুপভিত্তিক ঋণ নিচ্ছে এবং এই ঋণ নিয়ে ব্যবসা করে মানুষ স্বাবলম্বী হচ্ছে। মানুষ এখন সঞ্চয়মুখী হচ্ছে। ১৯৮৬ সালে মানুষের মধ্যে সঞ্চয়ের ইচ্ছা তৈরি হয়েছে।
//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি