ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:৩৬, ৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বের সবচেয়ে শক্তিধর ৮৯টি দেশের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএস নিউজ। এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং সবার শেষে ৮৯তম দেশ হিসেবে আছে এস্তোনিয়া। আর বাংলাদেশ আছে ৪৭ নাম্বারে। 

সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএস নিউজ। এই তালিকায় দেখা যায়, বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় ৪৭ তম স্থানে রয়েছে বাংলাদেশ। এক্ষেত্রে বাংলাদেশ পেছনে ফেলেছে আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকেও।

এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। এরপর যথাক্রমে চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও জার্মানি। তালিকার ষষ্ট স্থানে দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জাপান, সৌদি আরব এবং ১০ নম্বরে ইসরায়েল।

১. যুক্তরাষ্ট্র
২. চীন
৩. রাশিয়া
৪. যুক্তরাজ্য
৫. জার্মানি
৬. দক্ষিণ কোরিয়া
৭. ফ্রান্স
৮. জাপান
৯. সৌদি আরব
১০. ইসরায়েল
১১. সংযুক্ত আরব আমিরাত
১২. ভারত
১৩. কানাডা
১৪. ইউক্রেন
১৫. ইতালি
১৬. ইরান
১৭. তুরস্ক
১৮. অস্ট্রেলিয়া
১৯. কাতার
২০. সুইজারল্যান্ড

পত্রিকাটি জানায়, যেসব দেশ বৈশ্বিক নীতিনির্ধারণী পর্যায়েও রয়েছে এবং অর্থনীতিতে জোরাল ভূমিকা রাখে। এ ছাড়া নিয়মিত সংবাদের শিরোনাম হয় সবকিছু বিবেচনা করে এই তলিকা তৈরি করা হয়েছে।

এ ছাড়া গুরুত্ব পেয়েছে তাদের পররাষ্ট্র নীতি, সামরিক বাজেট এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতা। সেই দেশের নেতার কতটুকু অর্থনৈতিক প্রভাব, শক্তিশালী রপ্তানি, রাজনৈতিক প্রভাব ও শক্তিশালী আন্তর্জাতিক মিত্র রয়েছে সেগুলোও দেখা হয়েছে এই তালিকায়।

তালিকাটিতে বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আছে ভারত। তাদের অবস্থান ১২তম। পাকিস্তান কিংবা ভুটান, মালদ্বীপের মতো দেশ এই তালিকায় জায়গা পায়নি।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি