ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

সবচেয়ে নাজুক পরিস্থিতিতে জীবন কাটান পোষাক শিল্পে কর্মরত নারীরা

প্রকাশিত : ১৯:৪৩, ২০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৪৩, ২০ সেপ্টেম্বর ২০১৬

দেশের পোষাক শিল্পে কর্মরত নারীরাই সবচেয়ে নাজুক পরিস্থিতিতে জীবন কাটান। এমনকি কর্মক্ষেত্র সহ সার্বিক দিক থেকেও সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। এক গবেষণা প্রতিবেদনে উঠে আসে কর্মক্ষেত্রে নারীদের এই হালচাল। গবেষকদের মতে, দেশের ৫০ শতাংশ নারী তাদের ভবিষ্যত নিয়ে দু:শিন্তাগ্রস্ত। এছাড়া, স্যানিটেশন, স্বাস্থ্য ও পুষ্টিগুন বিচারে খাবার নিয়ে অনিশ্চয়তায় থাকে অধিকাংশ কর্মজীবী নারী। শৈক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় মাধ্যম তৈরী পোষাক শিল্প। দেশের মোট ৮৫ ভাগ নারী কর্মরত এই শিল্পে। অথচ, সারাবছর খেটেও নূন্যতম স্বস্তি¡ও জীবন পায়না নারীরা। মহিলা পরিষদের আয়োজনে পোষাক শিল্পে নারীদের ভুমিকা শীর্ষক এক গবেষণা গ্রস্থে উঠে আসে এমনই চিত্র। নিরক্ষর কিংবা অশিক্ষিত নারী, যাদের স্বামী নেই কর্মক্ষেত্রে তারাই থাকেন ঝুঁকিতে। এছাড়া, বাসস্থান, টয়লেট এবং বাথরুম শেয়ার করেন ২০ জনের সাথে। যাতে করে চরম স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন পোষাক শিল্পের এই নারীরা। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজ করেও ন্যায্য পারিশ্রমিক না পাওয়া এবং অধিকার আদায়ে ট্রেড ইউনিয়ন করার সুযোগও পান না বলে জানান গবেষকরা। আলোচকরা বলেন, ভবনের নিরাপত্তা না থাকায় অনেক শ্রমিক মানসিক ভাবে বিপর্যস্ত থাকেন। এক্ষেত্রে ৫০ ভাগ শ্রমিক ঝুঁকি নিয়ে কাজ করেন। আর পোষাক শিল্পে কর্মরত নারীদের কর্মস্থালে কাজে যোগদানের হার ধর্মীয় গোরামীর বিরুদ্ধে প্রতিাবাদ বলে উল্লেখ করেন এই অর্থনীতিবীদ। কর্মক্ষেত্রে নারীদের নিরাপদ পরিবেশ তৈরী হবে এমনটাই প্রত্যাশা সবার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি