ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সবচেয়ে প্রভাবশালী তারকা আনুশকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ২৬ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:৩৮, ২৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডের সবচেয়ে আকর্ষণীয় এবং প্রভাবশালী তারকা হলেন আনুশকা শর্মা। দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়াকে পেছনে ফেলে সামাজিক মাধ্যমে তিনি শীর্ষে উঠে এসেছেন। ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিকে বিয়ে করার পর থেকেই আনুশকা শর্মা সামাজিক মাধ্যমেও বেশ চর্চিত হয়ে উঠেছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক স্কোর ট্রেন্ডস নামক একটি আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা সব ভাষার সংবাদমাধ্যমের উপর সমীক্ষা চালিয়ে খবরের শিরোনামে থাকা তারকাদের অবস্থান নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে।

এই সংস্থা ফেইসবুক, টুইটার, প্রিন্ট পাবলিকেশন, সামাজিক মাধ্যমের ভাইরাল খবর এবং ডিজিটাল প্ল্যাটফর্ম সহ ভারতের ১৪টি ভাষার সামাজিক মাধ্যম থেকে এই তথ্য সংগ্রহ করেছে।

সব কিছুতেই এগিয়ে রয়েছেন আনুশকা । ৭১.৯০ নম্বর নিয়ে তালিকার শীর্ষে তিনি। দ্বিতীয় স্থানে থাকা প্রিয়াঙ্কা চোপড়া অনেকটাই পিছিয়ে তার প্রাপ্ত নম্বর ৫০.৩৪। তৃতীয় স্থানে আছেন ‘পদ্মাবত’‌ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার নম্বর ৪০.‌০৯। এই তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন কঙ্গনা রানাউত। তার নম্বর ৩১.৭৮ ।

এই তালিকার প্রথম দশে রয়েছেন সানি লিওনি, সোনম কাপুর, শ্রদ্ধা কাপুর, বিদ্যা বালন, তাপসী পান্নু এবং মাধুরী দীক্ষিত।

সূত্র : ইন্ডিয়া টুডে

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি