ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সবচেয়ে বেশি বয়সী অলিম্পিক জয়ীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২২, ২০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৩০, ২০ জানুয়ারি ২০১৮

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী অলিম্পিক পদকজয়ী ইতালিয়ান জিমন্যাস্ট কার্লা মারানগোনি মারা গেছেন। ইতালিয়ান অলিম্পিক কমিটি (সিওএনআই) এই তথ্য নিশ্চিত করেছে।

১০২ বছর বয়সে মৃত্যুবরণকারী কার্লা ১৯২৮ সালে অলিম্পিকে টিম জিমন্যাস্টিক্সে রৌপ্য পদক জিতেছিলেন। পাভিয়ার নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। অ্যামাস্টারডামে আয়োজিত ঐ অলিম্পিকে অংশগ্রহণকারী একমাত্র ক্রীড়াবিদ হিসেবে কার্লা এতদিন বেঁচে ছিলেন।

সিওএনআই’র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইতালিয়ান ক্রীড়া ও অলিম্পিক মুভমেন্টের ইতিহাসে কার্লা সবসময়ই স্মরণীয় হয়ে থাকবেন।’

ইতালির হয়ে মাত্র ১২ বছর বয়সে কার্লা অলিম্পিকে অংশ নিয়েছিলেন। আধুনিক গেমসে এটাই ছিল ইতালির নারীদের প্রথম কোন পদক জয়।

 

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি