ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সবচেয়ে বেশি লাল কার্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ৯ জুন ২০১৮ | আপডেট: ১১:৩৫, ১৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আর মাত্র পাঁচদিন পরেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ২১তম আসর। এ পর্যায়ে দেখে নেওয়া যাক বিশ্বকাপে এ পর্যন্ত সবচেয়ে বিশি লাল কার্ড হজম করেছেন কারা।

বিশ্বকাপের শুরুর দিকে লাল কার্ডের প্রচলন ছিলো না। ১৯৭০ বিশ্বকাপেই শুরু হয় লাল কার্ডের প্রচলন। সেবার অবশ্য কেউ লাল কার্ড দেখেননি। ১৯৭৪ বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখেন চিলির কার্লোস কাসেইলি।

যাইহোক, বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ১১ লাল কার্ড পেয়ে তালিকায় শীর্ষে রয়েছেন ব্রাজিলের ফুটবলাররা। দ্বিতীয় আর্জেন্টিনা, যাদের লাল কার্ডের সংখ্যা ১০। এছাড়া উরুগুয়ের ৯, ইতালির ৮ এবং ক্যামেরুনের ৮টি লাল কার্ড দেখার অভিজ্ঞতা রয়েছে।

সবচেয়ে বেশি দুইবার লাল কার্ড দেখেছেন ক্যামেরুনের রিগোবার্ট সং ও ফ্রান্সের জিনেদিন জিদান। এছাড়া ২০০৬ বিশ্বকাপে পর্তুগাল-হল্যান্ড ম্যাচে সর্বোচ্চ ৪ জনকে লাল কার্ড দেখানো হয়।

অবশ্য বিশ্বকাপে প্রথম বহিষ্কৃত খেলোয়ার পেরুর প্লাসিদো গালিনদো। ১৯৩০ বিশ্বকাপে রোমানিয়ার বিপক্ষে খেলায় তিনি বহিষ্কৃত হন। তবে ১৯৫০ ও ১৯৭০ বিশ্বকাপে কেউ বহিষ্কৃত হয়নি।

একে//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি