সবমিলিয়ে হাজার কোটি টাকার মালিক শাকিল-রুপা দম্পতি (ভিডিও)
প্রকাশিত : ১১:০৮, ২৩ আগস্ট ২০২৪
হত্যা মামলায় গ্রেফতার সাংবাদিক দম্পতি শাকিল-রুপার রাজধানীতেই আছে ২০টি ফ্ল্যাটের মালিকানা। আছে তিনটি দামি গাড়ি। তথ্য-প্রযুতি খাত থেকেও হাতিয়ে নিয়েছেন পৌনে ৩০০ কোটি টাকা। সবমিলিয়ে হাজার কোটি টাকার মালিক শাকিল-রুপা দম্পতি। সরেজমিন এমন তথ্যই মিলেছে। শেখ হাসিনার চাটুকার সাংবাদিক হিসেবে পরিচিত শাকিল-রুপার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
রাজধানীর ইন্দিরা রোডের এই ফ্ল্যাটে বসবাস করতেন একাত্তর টেলিভিশনের চাকরি থেকে অব্যাহতি পাওয়া বার্তাপ্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা।
ফ্ল্যাটটির বাজার মূল্য আড়াই কোটি টাকা। দামি গাড়ি ব্যবহারের নেশাও আছে তাদের।
সাংবাদিকতার আয়ে এই ফ্ল্যাটটি কেনা সম্ভব না হলেও শাকিল-রুপা সাংবাদিক দম্পতি এমন আরও অনেক সম্পদের মালিক।
মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরা, বারিধারা ও বসুন্ধরায় তাদের আছে আরও ১৯টি ফ্ল্যাট। এসব ফ্ল্যাটের বাজার মূল্য ৩৫ কোটি টাকা।
চার মেয়াদে শেখ হাসিনা সরকারের কাছের মানুষ হিসেবে পরিচিত শাকিল-রুপা তথ্য প্রযুক্তি খাত থেকেই হাতিয়ে নিয়েছেন পৌনে ৩০০ কোটি টাকা।
বিএনপি-জামায়াত বিরোধী প্রোপাগান্ডা সেলের প্রধান হিসেবেও কাজ করেছেন তারা। পুলিশ, র্যাব ও এনএসআই এর ডিজিটাল প্রচারণাও তৈরি হতো তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে।
শাকিল-রুপা দম্পতির সাভারে আছে রিসোর্ট, হবিগঞ্জে চা বাগান, ঢাকার পূর্বাচল, দোহার ও চট্টগ্রামে আছে আবাসিক প্লট।
গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে শাকিল-রুপা দম্পতির চাটুকারিতাও ছিল চোখে পড়ার মতো।
শাকিলের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রুন হত্যার অভিযোগও আছে। অভিযোগকারী চিকিৎসক তৃণা ইসলাম এ নিয়ে প্রকাশ্যেই কথা বলেছেন বেশ আগেই।
বুধবার দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হত্যা মামলায় গ্রেফতার হওয়া শাকিল-রুপার বিচার চেয়েছেন বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
শাকিল-রুপা সাংবাদিকতা পেশার মর্যাদাও ক্ষুন্ন করেছেন বলে মনে করেন তারা।
এসবি/