ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সবাই মিলে কাজ করলে ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব: সাঈদ খোকন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ১৮ মে ২০২৪

ফাইল ছবি

ফাইল ছবি

দোষারপের রাজনীতি না করে সবাই মিলে এক সাথে কাজ করতে পারলে এবারের ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব বলে সংশিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে মিট দ্যা প্রেসে এ আহ্বান জানান তিনি। 

সাঈদ খোকন জানান, তার সময়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখার অভিজ্ঞতা আছে। বর্তমান ডিএসসিসি যদি আসন্ন ডেঙ্গু মোকাবেলায় তার সহায়তা চান তিনি পাশে থেকে তা করবেন। 

তাছাড়া ডেঙ্গু রোগী নিয়ে সম্প্রতি ডিএসসিসি যে তথ্য দিয়েছে তাতে ভূল আছে বলেও জানান তিনি। 

দক্ষিণ সিটির কাঁচাবাজারগুলোতে চাঁদাবাজি বন্ধ করতে পারলে মাছ-মুরগীর দাম কমে আসবে বলেও মত দেন এই সাবেক মেয়র।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি