ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় জাহাঙ্গীরের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ২৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সদ্য অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী জাহাঙ্গীর আলম সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি গাজীপুর নগরীর উন্নয়ন নিশ্চিত করতে তিনি সবার সযোগিতা চেয়েছেন।

আজ বুধবার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, আমি সবাইকে নিয়ে চলতে চাই। উন্নয়নের পক্ষে সবার ঐক্যমত চাই। গাজীপুর নগরীকে সমৃদ্ধ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলতে চাই।

বিএনপির সহযোগিতা চাইবেন কি-না এমন প্রশ্নের জবাবে তরুণ এই নগরপিতা বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তাদের পক্ষেও নগরবাসীর সমর্থন আছে। তাই আমি নগরীর উন্নয়নে বিএনপির নেতাকর্মীদেরও সহযোগিতা চাই। প্রতিদ্বন্দ্বি মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের সহযোগিতা চান জাহাঙ্গীর।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম ৪ লাখ ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। আর তার প্রতিদ্বন্দ্বি বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি