ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সবার আগে প্লে-অফ নিশ্চিত করলো কেকেআর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ১২ মে ২০২৪

আইপিএলে সবার আগে প্লে-অফ নিশ্চিত করলো কোলকাতা নাইট রাইডার্স। মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়েছে শ্রেয়াস আইয়ারের দল।

ইডেন গার্ডেনে বৃষ্টি বাধায় ম্যাচ হয় ১৬ ওভারে। আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান করে কোলকাতা। ১৩৯ রানের বেশি করতে পারেনি মুম্বাই।

টস হেরে ব্যাট করতে নেমে ১০ রানের মধ্যে ২ উইকেট হারানো নাইট রাইডার্সদের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন  ভেঙ্কটেশ আইয়ার, নিতিশ রানা। ২১ বলে ৪২ রান বরে ভেঙ্কটেশ। ৩৩ রান করেছেন নিতিশ রানা। 

এছাড়া আন্দ্রে রাসেল ১৪ বলে ২৪ রান করে আউট হন। রিঙ্কু সিং করেন ১২ বলে ২০ রান। রামদিপ সিং ৮ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।

শেষ পর্যন্ত নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে কেকেআর।

জবাবে নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানের বেশি করতে পারেনি মুম্বাই। প্রথম উইকেট জুটিতে ৬৫ রান তুললেও রাসেল, বরুন, নারাইনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিততে লক্ষ্যে পৌঁছাতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স।

২৪ বলে ১৯ রান করে রোহিত শর্মা আউট হতেই খেই হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। ২২ বলে ৪০ রান করে আউট হন ইশান কিশান। সুর্যকুমার যাদব ১৪ বলে ১১ রান, তিলক ভার্মা ১৭ বরে ৩২ রান করে আউট হন। বাকি ব্যাটাররা আর দাঁড়াতেই পারেনি কেকেআর বোলারদের সামনে। 

ফলে নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেটে ১৩৯ রানে থেমে যায় মুম্বাই।

এই জয়ে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এখনও সবার ওপরে কেকেআর। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস দ্বিতীয়। তাদেরও প্লে–অফে খেলা একপ্রকার নিশ্চিত। পয়েন্ট টেবিলে বর্তমানে তিন নম্বরে অবস্থান সানরাইজার্স হায়দরাবাদের। ১২ ম্যাচে ৭ জয়ে তাদের পয়েন্ট ১৪।

এরপর বাকি থাকে আর এক দল। যেখানে ১২ ম্যাচ খেলে সমান ১২ পয়েন্ট নিয়ে যথাক্রমে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস লড়ছে। তাদের মধ্যে কোনো দল বাকি থাকা দুই ম্যাচই জিতলে প্লে–অফে যাওয়ার জোর সম্ভাবনা থাকবে, এক্ষেত্রে মূল ভূমিকা রাখবে নেট রানরেট।

এ ছাড়া মুম্বাই ও পাঞ্জাব কিংস সবার আগে আইপিএল থেকে বিদায় নিশ্চিত করে ফেলেছে। তাদের সঙ্গী হবে আরও ৪ দল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি