ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সবুজায়নে বড় ভূমিকা রাখছে নার্সারি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ১৬ জুন ২০২১ | আপডেট: ১১:৫০, ১৬ জুন ২০২১

Ekushey Television Ltd.

কংক্রিটের নগরীতে সবুজের হাতছানি। সবুজায়নে বড় ভূমিকা রাখছে নার্সারিগুলো। পছন্দের গাছ কিনে ঘরের কোণে বা ছাদে বাগান করছেন প্রকৃতিপ্রেমীরা। সবুজায়নের পাশাপাশি সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানেরও। করোনার শুরুর দিকে ব্যবসা কিছুটা মন্দা গেলেও এখন আবার স্বাভাবিকতায় ফিরছে তারা। গবেষকরা বলছেন, বেশি বেশি গাছ লাগালে কাটবে রাজধানীর বায়ু দূষণ।

সবুজে চোখ রাখতে কার না ভালো লাগে। সবুজের বুক চিরে উঁকি দিচ্ছে রঙ-বেরঙের নানা ফুল।

পথ চলতি মানুষকে টানে ফুটপাথের পাশে থাকা নার্সারির গাছ। সবুজের টানে আসেন বৃক্ষপ্রেমীরা। ফলদ, বনজ, ঔষধি- যার যে রকম পছন্দ। সে রকম গাছ কিনে নিয়ে বাসাবাড়ির আঙিনায় গড়ে তুলছেন এক টুকরো বাগান।

এক বাগানপ্রেমিক জানান, আমি যখন বান্দায় চাই বা ছাদে উঠি, আমার চারপাশে যখন দেখি সবুজ এবং যখন দেখি আমার সবজিগুলো হচ্ছে, ফুল ফুটছে তখন যে কি ভালো লাগে আসলে এটা বলে বুঝাতে পারবো না।

ছোটো বড় মিলিয়ে ঢাকায় তিনশ’রও বেশি নার্সারিতে পাওয়া যায় নানান জাতের চারাগাছ। দেশি চারাতো বটেই পাওয়া যাচ্ছে বিদেশি জাতের চারাও। 

নার্সারির মালিকরা জানান, বার মাসেই ফল ও ফুলের চাহিদা বেশি থাকে। সবচেয়ে বড়টা হচ্ছে শখ, খাওয়াটা মুখ্য বিষয় নয়। আমার গাছে ফল হচ্ছে মানুষ দেখছে তাতে অনেকেই প্রাউড ফিল করে থাকেন।

কর্মসংস্থান সৃষ্টিতেও অবদান রাখছে নার্সারিগুলো। করোনার শুরুতে ব্যবসায় কিছুটা ভাটা পড়লেও এখন আবার ঘুরে দাঁড়াচ্ছেন নার্সারি মালিকরা।

নার্সারি মালিক জানান, গাছ তো জীবিত জিনিস, লালন-পালন করা খুব ভালোলাগে। ব্যবসা যেটা হোক না হোক সাথে জড়িত আছি তাতেই ভালোলাগে।

দেশে এখন নার্সারির সংখ্যা ২ হাজারের বেশি। প্রতিদিনই এর পরিমাণ বাড়ছে। কৃষিবিদরা বলছেন, রাজধানীর বায়ূ দুষণ কমাতে বেশি বেশি গাছ লাগানো দরকার।

কৃষি গবেষক মো. তারিক হোসেন বলেন, ঘরের ভেতর বিভিন্ন ধরনের ডিস ক্লিনার, ফ্লোর ক্লিনার, বাথরুম ক্লিনার, এ্যারোসল ব্যবহার, এয়ারফ্রেসনার ব্যবহার করি। এগুলো থেকে প্রতিনিয়ত ১৫ থেকে ২০ শতাংশ বিষাক্ত গ্যাস নির্গত হয়। যার জন্য ছোট ছোট সোনামনিদের কারও নিঃশ্বাসে, অ্যাজমা, হৃদপিণ্ডে এবং শ্বাসকষ্টে বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে। অনেক ওষুধপত্র খাওয়ার পরও দেখা যাচ্ছে অসুস্থতা থেকে যাচ্ছে, মেধা কমে যাচ্ছে। এটা থেকে উত্তরণের জন্য কোন স্পেস বা জায়গা পেলে গাছ রাখতে হবে।

হারিয়ে যেতে বসা গাছগুলোকে আবার ফিরিয়ে আনছে নার্সারিগুলো। তাই বেশি গাছ লাগানোর সুফল পাবে আগামী প্রজন্ম।

ভিডিও-

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি