ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সমতলে নৃ-গোষ্ঠীর জন্য কমিশন গঠন এবং অর্থ বরাদ্দের পরিমান বাড়ানোর আহ্বান আবুল মকসুদের

প্রকাশিত : ১৭:৫৩, ২৯ মে ২০১৬ | আপডেট: ১৭:৫৩, ২৯ মে ২০১৬

সমতলে নৃ-গোষ্ঠীর জন্য কমিশন গঠন এবং আসন্ন বাজেটে তাদের জন্য অর্থ বরাদ্দের পরিমান বাড়ানোর আহ্বান জানিয়েছেন কলামিষ্ট আবুল মকসুদ। রোবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে জাতীয় আদিবাসী পরিষদ কাপেং ফাউন্ডেশন আয়োজিত সমতলে নৃ-গোষ্ঠীর উপর চলমান নির্যাতন এবং ভ’মি দখলের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আলোচনায় বক্তারা বলেন, নৃ-গোষ্ঠীর নারীরা বিভিন্ন ধরনের নির্যাতন এবং ধর্ষনের শিকার হচ্ছে এবং প্রশাসনের আন্তরিকতার অভাবে পার পেয়ে যাচ্ছে দোষী ব্যক্তিরা। পরে নৃ-গোষ্ঠীর উপর সহিংসতা বন্ধ, তাদের ভ’মিরক্ষায় কমিশন গঠন ও খাস জমি দরিদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে বন্টনসহ ৬টি দাবি উত্থাপন করা হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি