ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সমতায় ফিরল ক্রোটরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩৭, ১২ জুলাই ২০১৮ | আপডেট: ০১:৫২, ১২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ফাইনালে ওঠার লড়াইয়ে ইংলিশদের সঙ্গে সমতায় ফিরল ক্রোয়েশিয়া। ম্যাচের ৬৮ মিনিটে অসাধারণ এক গোলে ক্রোটদের সমতায় ফেরান মিড ফিল্ডার ইভান পারিসিক।

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে ২য় সেমিফাইনালের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ইংলিশরা।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই মাত্র ৫ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে প্রতিপক্ষের জালে বল পাঠান ইংলিশ মিড ফিল্ডার কাইরন ট্রিপার।

এআগে বাংলাদেশ সময় রাত ১২টায় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।

রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত ক্রোয়েশিয়া। ডি-গ্রুপে তিন ম্যাচই জিতে পুরো নয় পয়েন্ট নিয়ে নকআউট পর্বে ওঠে দালিচের দল। প্রতিপক্ষের জালে সাতবার বল জড়ানোর বিপরীতে নিজেরা হজম করেছে মাত্র একটি গোল।

অন্যদিকে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠা ইংল্যান্ড বেলজিয়ামের বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ১-০ গোলে হারে।

১৯৬৬ সালে বিশ্বকাপ আসরে ব্রিটিশদের একমাত্র শিরোপা অর্জন হয়। সেবার জয় এসেছিল তাদের ঘরের মাঠে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি