ঢাকা, শুক্রবার   ২১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সমন্বয়কদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে : নাহিদ ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ২০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সারাদেশে ছাত্র-সমন্বয়কদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘নতুন রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আসছে। অন্যদিকে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।

তবে দলের কেউ অন্যায়ের সঙ্গে আপস করলে তাকে ছাড় দেওয়া হবে না। দখল কিংবা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে বরদাশত করা হবে না।’
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে বরিশালের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আগে সংস্কার শেষ করে তারপর নির্বাচন হবে। এটা নির্ধারিত সময়ের মধ্যে করা সম্ভব। জাতীয় নাগরিক পার্টি দৃশ্যমান বিচার ও মৌলিক সংস্কার শেষ করে নির্বাচন চায়। তবে তা অবশ্যই হতে হবে গণপরিষদ নির্বাচন।’

তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি ক্ষমতার চেয়ে জনতাকে বেশি গুরুত্ব দেয়। তাই ক্ষমতা ছেড়ে জনতার জন্য রাজনীতির মাঠে নেমেছি। দেশের সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনার জন্য সাধারণ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে। যারা পরিবর্তন চায়নি তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আর যারা পুরনোকে আঁকড়ে ধরে থাকতে চাইবে তারাও আস্তাকুঁড়ে হারিয়ে যাবে।’

নাহিদ আরও বলেন, ‘আন্দোলনের সময় বরিশালের মানুষ গুলির সামনে বুক পেতে দিয়েছে। বরিশালের মানুষ অনেক সাহসী। বরিশালে জাতীয় নাগরিক পার্টির শক্তিশালী ঘাঁটি স্থাপিত হবে।’

এ সময় যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি