সমবায় দিবস আজ
প্রকাশিত : ০৮:৩০, ২ জুলাই ২০১৬ | আপডেট: ০৮:৩০, ২ জুলাই ২০১৬
অনিয়ম দূর্নীতি আর প্রতারণার আখড়ায় পরিণত হয়েছে দেশের সমবায় সমিতিগুলো। এজন্য নিয়ন্ত্রক সংস্থার দূর্বলতা আর তদারকির অভাবকেই দায়ি করছেন ভুক্তভোগিরা। সমবায় অধিদপ্তর বলছে, আর নিবন্ধনের সুযোগ পাচ্ছে না সন্দেহজনক প্রতিষ্ঠান। এদিকে, অনিয়ম ঠেকাতে সরকারকেই সোচ্চার হতে পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে একদল সদস্যের প্রতিষ্ঠিত সংগঠনই সমবায়। এর ধারণা বহু আগের হলেও, জাতিসংঘে স্বীকৃতির পর আন্তর্জাতিকভাবে এটি দিবস হিসেবে পালিত হয়ে আসছে ১৯৯৫ সাল থেকে। কিন্তু, স্বীকৃতি যেভাবেই হয়ে থাকুক, বাংলাদেশে সমবায় যতোনা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, তারচে বেশি এর অপব্যবহার বাড়ছে।
সমবায়ের নাম ভাঙ্গিয়ে মাত্র ৩ শ টাকায় নিবন্ধনের সুযোগ নিয়ে কোটি টাকা হাতানোর কৌশল ব্যবহার করছে একশ্রেণীর প্রতারক চক্র। বিভিন্ন সমবায় সমিতি ঘুরে নাম সর্বস্ব সাইন বোর্ড ছাড়া চোখে পড়েনি তেমন কার্যক্রম। আর কোথাও দেখা গেল সমিতির কর্তারাই সদস্য।
বিস্তর অভিযোগ নিয়ে সমবায় অধিদপ্তরের কর্মকর্তারাও মুখ খুলতে চান না তেমন।
সমবায় খাতের নানামুখি দূর্বৃত্তায়ন বন্ধে অভিযুক্তদের আইনের আওতায় আনার পরামর্শ দিলেন সংশ্লিষ্টরা।
সারাদেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা এসব প্রতিষ্ঠানের ব্যাপারে আরও সজাগ হতে বলেছেন তিনি।
আরও পড়ুন