ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সমর্থকদের জন্য সাকিবের বিশেষ ঈদ উপহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ১০ জুলাই ২০২২

সাকিব আল হাসান। বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। ক্যারিয়ারে বহু সফলতা রয়েছে তার। আর সেই সফলতা তাকে নিয়ে গেছে ভক্তদের হৃদয়ে। তাইতো এবারের ঈদুল আযহার আনন্দ সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করতে বিশেষ একটি উপহার নিয়ে হাজির হলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ভক্তদের সঙ্গে দেখা করতে চান এই বাঁহাতি অলরাউন্ডার।

টেস্ট এবং টি-টোয়েন্টি খেলেই ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। চলে গেছেন পরিবারের কাছে নিউ ইয়র্কে। তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ।

এদিকে সাকিব তার ভক্তদের সঙ্গে দেখা করতে এবং তার স্বাক্ষর করা উপহার দিতে একটি বর্তা দিয়েছেন। ঈদের দিনে ভক্তদের কাছ থেকে ভালোবাসার পরীক্ষা নিতে চান বিশ্ব সেরা এ অলরাউন্ডার।

নিজের অফিসিয়াল ফেসবুকে একটি বার্তা পোস্ট করেছেন সাকিব। সেই পোস্টের কমেন্টস সেকশনে তিনি ভক্তদের কাছ থেকে ভিডিও আহ্বান করেছেন। সেই ভিডিওতে থাকতে হবে, কোন বিষয়গুলি সংশ্লিষ্ট ব্যক্তিকে সাকিবের সেরা ভক্ত করে তুলেছে।

ভক্তদের পাঠানো ভিডিওগুলো যাছাই শেষে একটি ভিডিওকে সেরা হিসেবে নির্বাচিত করা হবে এবং সেই বিজয়ীর সঙ্গে সাকিব নিজে সাক্ষাৎ করবেন, কিছু সময় কাটাবেন এবং তার সাক্ষরিত কিছু সামগ্রীও তুলে দেবেন।

এ নিয়ে সাকিব লিখেছেন, ‘আসসালামু ওয়ালাইকুম সবাইকে! আশা করি আপনাদের সবার ঈদুল আযহা সুন্দর ও নিরাপদ কাটছে! আমার ভক্তদের প্রতি আমার ভালোবাসার প্রতীক হিসেবে, কমেন্টস সেকশনে আপনার ভিডিও বার্তা পাঠিয়ে আমাকে জানান কোন বিষয়গুলো আপনাকে করে তুলেছে আমার সেরা ভক্ত। সেরা ভিডিও বার্তাটি বাছাই করে আমি বিজয়ীর সঙ্গে সাক্ষাৎ করব, কিছু সময় কাটাবো এবং আমার স্বাক্ষরিত কিছু উপহার সামগ্রী তুলে দিব।’

ভক্তদের সঙ্গে দেখা করার জন্য সাকিব নিজো উন্মুখ হয়ে আছেন, ‘শুভকামনা এবং আপনাদের স্নেহ ও ভালোবাসার বার্তা দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি!’

সাকিবের সেই পোস্টে অংশগ্রহণ করার শেষ সময় আগামী ১৭ই জুলাই, বিকাল ৫টা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি