ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

সমাজকে গ্রাস করছে মানবিক মূল্যবোধের অবক্ষয়

প্রকাশিত : ২০:১৩, ২২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ২০:১৩, ২২ সেপ্টেম্বর ২০১৬

মানবিক মূল্যবোধের অবক্ষয় গ্রাস করছে সমাজকে। কখনো ছেলে খুন করছে ‘মা’কে, কখনও বা ‘বাবা’কে। আবার ‘মা’ কিংবা বাবার হাতেও সন্তানের মৃত্যু হচ্ছে। সাম্প্রতিক কিছু ঘটনা নাড়িয়ে দিয়েছে পরম নির্ভরতার ভিত। সমাজ ও মনোবিজ্ঞানিরা বলছেন, পারিবারিক বন্ধনের ভিত নড়বড়ে হওয়া এবং ভোগবাদী সমাজ ব্যবস্থাই এর জন্য দায়ি। পরিস্থিতির উত্তরণে অভিভাবক, সরকার এবং গণমাধ্যমকে একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন তারা। ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামের গোসাইলডাঙ্গায় মা কুমকুম চৌধুরীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করে ছেলে সুমিত চৌধুরী। ফরিদপুরে নতুন ব্র্যান্ডের মোটর সাইকেল না পাওয়ায় ঘরে আগুন ধরিয়ে দেয় কিশোর ছেলে। ছয়দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে মারা যান বাবা রফিকুল হুদা। এছাড়াও, বেশকিছু মর্মন্তুদ ঘটনা নাড়া দিয়েছে মানুষের মনোজগত। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক, পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের জন্যই এমনটি ঘটছে। সন্তানদের বড় করার ক্ষেত্রে যথাযথ নজরদারির অভাব আর ভোগবাদী সমাজ ব্যবস্থাকেও দায়ি করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতির উত্তরণে কাউন্সেলিংয়ের ব্যবহার বাড়ানোর উপর জোর দিয়েছেন তারা। পারিবারিক পরিমন্ডলে একাকিত্ব দূর, সম্পর্কের ভিত মজবুত করা এবং আপনজনের মধ্যে দূরত্ব ঘোচানোর পরামর্শ তাদের। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা, স্নেহ আর মমতার আবহ তৈরির উপরও জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি