সমাজের জন্য অনেক কিছু করতে পারবে প্রবীনরা
প্রকাশিত : ১৮:২৮, ১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:২৮, ১ অক্টোবর ২০১৬
মনের দিক থেকে নবীন হলে প্রবীনরা সমাজের জন্য অনেক কিছু করতে পারবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আন্তজার্তিক প্রবীণ দিবসের র্যালি শেষে তিনি আরো বলেন, প্রবীনদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধীনে জেরিয়াট্রিক মেডিসিন বিভাগ খোলা হয়েছে। পরে আলোচনা সভায় উপাচার্য ডা.কামরুল হাসান খান বলেন, বঙ্গবন্ধু মেডিক্যালে ৬০ বছরের উদ্ধে বয়স্কদের ফ্রি চিকিৎসা দেয়ার জন্য সরকারের সঙ্গে আলোচনা করা হবে।
আরও পড়ুন