ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সমাবেশে হামলাকারীরা আইএসএর সমর্থক হতে পারে মন্তব্য করেছেন ট্রাম্প

প্রকাশিত : ১১:১৪, ১৩ মার্চ ২০১৬ | আপডেট: ১১:১৪, ১৩ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

নির্বাচনী সমাবেশে হামলাকারীরা জঙ্গিগোষ্ঠী আইএসএর সমর্থক হতে পারে বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তার বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেয়ার অভিযোগও অস্বীকার করেছেন তিনি। শিকাগোর পূর্ব নির্ধারিত সমাবেশে হামলার সমালোচনা করেন এই রিপাবলিকান। সম্প্রতি ট্রাম্পের কয়েকটি নির্বাচনী সমাবেশে তার সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। <ংঃৎড়হম>কানসাস সিটিতে এক নির্বাচনি সমাবেশে ট্রাম্প আরো বলেন, নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে আসবেন না তিনি। সম্প্রতি তার কয়েকটি নির্বাচনী সমাবেশে সমর্থকদের সঙ্গে বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এর পর নিজ দলের মনোনয়নপ্রত্যাশী অন্যরাও ট্রাম্পের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগ আনেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি