ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সমালোচনার মুখে নিজের ছবির পোস্টার ছিঁড়লেন মেহজাবীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৪, ১৮ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ছোট পর্দা জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী প্রথমবারের মতো আত্মপ্রকাশ করতে চলেছেন বড় পর্দায়। সিনেমার নাম ‘প্রিয় মালতী’। সিনেমাটি আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে । আর সিনেমাটির মুক্তির প্রচারণায় বিভিন্ন জায়গায় ‘প্রিয় মালতী’-এর পোস্টার লাগান মেহজাবীন চৌধুরী। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর নিজের অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’-এর পোস্টার লাগিয়ে সমালোচনার মুখে পড়েন মেহজাবীন চৌধুরী। সমালোচনার মুখে পড়ে অবশেষে গ্রাফিতির ওপরে লাগানো নিজের সিনেমার পোস্টার ছিঁড়ে ফেলেছেন অভিনেত্রী নিজেই।

বুধবার সন্ধ্যায় টিএসসিতে হাজির হয়ে সশরীরে উপস্থিত থেকেই ডাসের দেয়ালে গ্রাফিতির ওপর সটিয়ে দেওয়া ‘প্রিয় মালতী’ সিনেমার পোস্টার তুলে ফেলেন তিনি।

এর আগে বুধবার বিকেল থেকেই নিজের কর্মকাণ্ডের জন্য সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। এদিন বিকেলে নিজের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’র প্রচারণায়  বের হন মেহজাবীন। সিনেমার প্রচারে টিএসসিতে গিয়ে নিজ হাতে ‘প্রিয় মালতী’র পোস্টার বিভিন্ন দেয়ালে লাগিয়েছেন তিনি। যা নিয়েই তৈরি হয় বিতর্ক। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ২০১৬ সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর পোস্টার সটিয়ে দিচ্ছেন অভিনেত্রী।  শুধু তনুই নয়, দেয়ালে জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপরও ‘প্রিয় মালতী’র পোস্টার লাগাতে দেখা যায় মেহজাবীন ও তার দলকে।  বিষয়টি নিয়ে তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। নেটিজেনরাও তীব্র ভাষায় আক্রমণ করেছেন মেহজাবীনকে। তার মতো একজন তারকা কীভাবে তনু কিংবা জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর নিজের পোস্টার লাগিয়ে সিনেমার প্রচারণা করেন, সেই প্রশ্ন তোলেন অনেকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশীদ এক ফেসবুক স্ট্যাটাসে মেহজাবীনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছেন।

তিনি লিখেছেন, ‘আমার শহীদ বোন তনুকে চেনেন না মেহজাবীন? কার গ্রাফিতির উপর নিজের খোমাওয়ালা পোস্টার লাগাইছেন? চিনবেন কেমনে? আপনাগো সো কল্ড কাল-চারাল পাড়ায় আমার বোনেরে নিয়ে কথা হয় কি?’

এ বিষয়ে মেহজাবীন জানান, ‘ভুলবশত ও অনাকাঙ্খিত অব্যস্থাপনায় একটি পোস্টার সোহাগী জাহান তনুর গ্রাফিতির উপরে লাগানো হয়ে যায়। তারা সবাই জানেন তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনও চলমান।পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। তারা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছেন এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছেন বলেও জানান এই অভিনেত্রী।

উল্লেখ্য, সোহাগী জাহান তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ছিলেন। ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস সংলগ্ন একটি ঝোঁপে তার মরদেহ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

স্বৈরাচার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন বিষয়ে গ্রাফিতি আঁকা হয়। হত্যাকাণ্ডের শিকার তনুকে নিয়েও বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাস চত্বরে একটি গ্রাফিতি আঁকা হয়। এতে লেখা ছিল ‘Who do you call when the army rapes?’ এই গ্রাফিতির ওপরই মেহজাবীন তার প্রথম চলচ্চিত্র ‘প্রিয় মালতী’র পোস্টার সাঁটালেন।


এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি