ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া, চট্টগ্রামে বৃষ্টিপাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৫, ৪ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৮:৪৯, ৪ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরসহ দেশের সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বইছে। এর প্রভাবে চট্টগ্রামে দুপুর থেকে বৃষ্টিপাত হচ্ছে।

নগরীর জিইসি মোড়, চকবাজার, হালিশহর, আগ্রাবাদসহ নগরীর নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলজটের। কোথাও কোথাও তলিয়ে যায় হাটু পানির নিচে। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। বিভিন্ন স্থানে বন্ধ হয়ে গেছে যান চলাচল। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে বায়ুর চাপের আধিক্যের কারণে সাগর কিছুটা উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি