সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ২১৪ রোহিঙ্গা আটক
প্রকাশিত : ২১:৪৭, ৮ এপ্রিল ২০২৫

অবৈধভাবে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগর থেকে ২১৪ রোহিঙ্গাকে আটক করেছে নৌ-বাহিনী। টেকনাফ থেকে মাছ ধরার ট্রলারে করে মালিয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারা।
মঙ্গলবার (৮ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা দুর্জয়’ সন্দেহজনক গতিবিধির একটি মাছ ধরার নৌকা ‘এফভি কুলসুমা’কে থামিয়ে অভিযান চালায়। সেন্টমার্টিন দ্বীপ থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে পরিচালিত এ অভিযানে নৌকাটির ভেতর থেকে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী ও ২৮ জন শিশুকে উদ্ধার করা হয়।
নৌবাহিনী জানায়, আটককৃতরা সবাই মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক। তারা কক্সবাজারের টেকনাফ উপজেলার শাপলাপুর উপকূল থেকে ৭ এপ্রিল রাত ২টার দিকে রওনা দেন মালয়েশিয়ার উদ্দেশ্যে।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক নৌকা ও যাত্রীদের সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশনের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী।
উদ্ধার হওয়া নৌকাটিতে ছিল না প্রয়োজনীয় জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাবার কিংবা পানি। নিরাপত্তাহীন ও অমানবিক এ যাত্রা গভীর সমুদ্রে বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারতো বলে জানায় নৌবাহিনী। তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এ বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে বলেও জানায় তারা।
এমবি//
আরও পড়ুন