ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সমুদ্রে পাওয়া গেল জীবন্ত চিজবার্গার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ১১ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সমুদ্রের গভীরে অনেক প্রজাতির পরিচয় এখনো মানুষের অজানাই রয়ে গেছে। নাম না জানা এসব প্রাণী কখনো সমুদ্রের তীরে ভেসে এসে কিংবা জেলের জালে ধরা পড়ে নজরে আসে মানুষের। ঠিক তেমনই রাশিয়ার এক জেলের জালে ধরা পড়েছে গভীর সমুদ্রের এক আজব প্রাণী। প্রথম দেখায় দেখে মনে হবে অবিকল যেন একটা চিজবার্গার।

গণমাধ্যমের খবরে জানা যায়, রাশিয়ার জেলে রোমান ফেডর্টসভ বেশ কয়েক দিন ধরে গভীর সমুদ্রে তার মাছ ধরার ট্রলারে মাছ ধরছিলেন। এ সময় তার জালে বেশ কয়েকটি অচেনা প্রাণী ধরা পড়ে। তিনি এসব নাম না জানা প্রাণীর ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করতে শুরু করেন।

রোমানের ইনস্টাগ্রামে ওইসব প্রাণীর ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা নেটিজেনদের নজরে আসে। তাদের মধ্যে থাকা অবিকল চিজবার্গারের মতো দেখতে ওই মাছটি ভাইরাল হয়ে যায়।

চিজবার্গার মাছ ছাড়াও গভীর সমুদ্রের আরেক বাসিন্দার ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোমান। ওই মাছ দেখতে নাকি একদম কার্টুনের চরিত্রের মতো!

সূত্র: ডেইলি মেইল
এমএম/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি