সমুদ্রের হাওয়ায় অবচেতন রাজ!
প্রকাশিত : ১৩:৩১, ২ এপ্রিল ২০২২ | আপডেট: ১৪:৫২, ২ এপ্রিল ২০২২
দৃশ্যটি দেখে হয়তো মনে হবে একজনের উপর চড়াও হয়েছেন অনেকে। সবার আক্রমনে নাজেহাল তিনি। তবে বিষয়টি এমন নয়। আসলে দমকা হাওয়ার ঝটকানিতে অবচেতন হয়ে পড়েছেন ওই মানুষ। তাকে ঘিরে রেখেছেন তার সঙ্গে থাকা অন্যরা। আর এই রহস্য ঘেরা দৃশ্যটি মেজবাউর রহমান সুমনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হাওয়া’র।
আগেই বলা হয়েছিলো খুব শীঘ্র ‘হাওয়া’ সিনেমাটির পোস্টার প্রকাশিত হবে। সেই হিসেবে গত ১ এপ্রিল তা প্রকাশ পায়। আর এর মধ্য দিয়েই তিন বছর আগে শুরু হওয়া শুটিং-এর শেষে মেজবাউর রহমান সুমনের এই সিনেমাটির পোষ্টার প্রকাশিত হলো।
যে পোস্টারের দৃশ্যেই সমুদ্রের দমকা হাওয়ায় অচেতন অবস্থায় রয়েছেন শরিফুল রাজ, আর তাকে সামাল দিচ্ছেন খ্যাতিমান অভিনেতা চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, রিজভী রিজু, মাহমুদ আলম এবং বাবলু বোস।
জানা গেছে, অতল সমুদ্রে গন্তব্যহীন একটি ফিশিং ট্রলারে আটকে পড়া আটজন মাঝি মাল্লা এবং এক রহস্যময় বেদেনীকে ঘিরে গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।
নির্মাতা জানান, ‘হাওয়া’ চলচ্চিত্রটি মূলত রূপকথার বহুল প্রচলিত এই ফর্ম, যা সিনেমার পর্দায় নতুন আঙ্গিকে দেখতে পাবেন দর্শকেরা।
সিনেমাটি সম্পর্কে শরিফুল রাজ বলেন, “২০১৯ সালের অক্টোবর থেকে নভেম্বরে সিনেমাটির শুটিং হয় গভীর সমুদ্রে। সেখানকার গল্পই বলা হয়েছে সিনেমায়; আমরা অভিনয় কেমন করছি সেটা দর্শক বলবেন। তবে এই গল্প দর্শকদের চমক জাগাবে এটা নিশ্চিত কর বলতে পারি।”
মেজবাউর রহমান সুমনের কাহিনী এবং সংলাপে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও মেজবাউর রহমান সুমন নিজে।
সিনেমাটির নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা সংস্থা সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেডের সূত্রে জানা গেছে, ইতোমধ্যে এটির নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই সেন্সরে জমা পড়তে যাচ্ছে।
আরএমএ/ এসএ/