সম্পূর্ণভাবে সারিয়ে ফেলা যাবে ক্যানসার!
প্রকাশিত : ১১:২১, ২ ফেব্রুয়ারি ২০১৯

খুব শীঘ্রই সম্পূর্ণভাবে সারিয়ে ফেলা যাবে ক্যানসার। এমনই দাবি করছেন ইসরায়েলের এক দল বিজ্ঞানী।
বিজ্ঞানীরা দাবি করেছেন, এটিই প্রথম ক্যানসারের চিকিৎসা পদ্ধতি, যা সম্পূর্ণভাবে এই রোগকে সারিয়ে ফেলতে পারবে। অতএব এই রোগ আর ফিরে আসার কোনও সুযোগ নেই।
ক্যানসারের চিকিৎসা ক্রমশ উন্নত হলেও, শরীর থেকে এই রোগের চিহ্ন সম্পূর্ণভাবে মুছে ফেলার কোনও উপায় ছিল না। সে ক্ষেত্রে ক্যানসার চিকিৎসায় এটি ইসরায়েলি বিজ্ঞানীদের এক নতুন উদ্ভাবনা।
এই নতুন চিকিৎসা পদ্ধতি ইতিমধ্যেই ইঁদুরের উপরে পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখেছেন ‘অ্যাকসেলরেটেড এভলিউশন বায়োটেকনোলজি’-র বিজ্ঞানীরা। তার ফলাফল দেখেই বিজ্ঞানীরা আশাবাদী যে, ২০২০-র মধ্যে এই চিকিৎসা পদ্ধতি মানুষের উপর ব্যবহার করা যাবে।
‘অ্যাকসেলরেটেড এভলিউশন বায়োটেকনোলজি’-র সিইও ইলান মোরাড জানিয়েছেন, এই চিকিৎসা পদ্ধতির নাম ‘মিউটাটো’- (মাল্টি টার্গেট টক্সিন)। এই চিকিৎসা পদ্ধতি ক্যানসার হওয়ার সম্ভাবনা কমাতেও সাহায্য করে।
ক্যানসারের সম্ভাবনা কমানোর জন্য কয়েকটি পরামর্শও দিয়েছেন ইসরায়েলের বিশেষজ্ঞরা-
১. স্বাস্থ্যকর খাবার খাওয়া। ফাস্ট ফুড খাবার বন্ধ করা।
২. শারীরিকভাবে সচল থাকা। শরীরের ওজন ঠিক রাখা।
৩. ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা।
৪. অন্যের ব্যবহৃত সিরিঞ্জ দিয়ে ইনেজকশন দেওয়া। যৌনতায় সাবধানতা অবলম্বন না করা।
৫. নিয়মিত চিকিৎসার মধ্যে থাকা।
সূত্র: এবেলা
একে//