ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

সম্ভাবনা জাগিয়েও হারিয়ে গেল লিটনের ট্রিপল সেঞ্চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ২৬ এপ্রিল ২০১৮

মার্শাল আইয়ুব, মোসাদ্দেক হোসেন আর নাসির হেসেন - সবারই একই আক্ষেপ, তিক্ত স্বাদ। এবার সেই তিক্ত স্বাদের অভিজ্ঞতা পেলেন লিটন কুমার দাস। সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত করতে পারলেন না ব্যাক্তিগত ট্রিপল সেঞ্চুরি। এর মধ্য দিয়ে দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরিয়ানকে পেতে বাংলাদেশকে আরো অপেক্ষা করতে হচ্ছে।

বৃহস্পতিবার রাজশাহীতে বিসিএলের শেষ রাউন্ডের তৃতীয় দিনে মধ্যাঞ্চলের বিপক্ষে ২৭৪ রানে আউট হয়েছেন পূর্বাঞ্চলের হয়ে খেলতে নামা লিটন।

প্রসঙ্গত, প্রথম শ্রেণির ক্রিকেটে একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান রকিবুল হাসান। ২০০৭ সালের মার্চে জাতীয় লিগে বরিশালের হয়ে অপরাজিত ৩১৩ রান করেছিলেন রকিবুল।

গত ডিসেম্বরে জাতীয় লিগে লিটনের চেয়েও কিছুটা বেশি করেছিলেন নাসির হোসেন। তিনি ২৯৫ রানে আউট হয়ে যান। তার আগে মার্শাল-মোসাদ্দেকরাও পারেননি কাছে গিয়ে। তারা যথাক্রমে করেন ২৮৯ ও ২৮২ রান।

আজ ১২৫ বলে ১৩৯ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিলেন লিটন দাস। শুরুতেই আগের দিনের তুলনায় বেশি আগ্রাসী ছিলেন তিনি। লাঞ্চ বিরতির আগের ওভারে বাঁহাতি স্পিনার ইলিয়াস সানিকে বাউন্ডারি মেরে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন ১৯০ বলেই।

লাঞ্চের পরও তিনি একই ছন্দে ব্যাট করে গেছেন। লিটন আড়াইশর পর কমিয়েছিলেন রানের গতি। খেলছিলেন সাবধানে। আড়াইশর পর চার মেরেছিলেন কেবল একটিই। কিন্তু তারপরও তার লক্ষ্য ছোঁয়া হলো না। সানির বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন। ৩৫ চার ও ২ ছক্কায় ২৯৩ বলে ২৭৪ রানে থেমে যায় তার ইনিংস।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি