সময়ের নতুন একক খুঁজে পেয়েছে ফেসবুক
প্রকাশিত : ১৯:৩০, ২৫ জানুয়ারি ২০১৮
ঘণ্টা, মিনিট, সেকেন্ডের মতো সময়ের নতুন একটি একক খুঁজে পেয়েছে ফেসবুক। ফ্লিক নামের নতুন এককটি ন্যানো সেকেন্ডের চেয়ে কিছুটা বড়। এটি ১ সেকেন্ডের ৭০ কোটি ৫৬ লাখ ভাগের ১ ভাগ।
গিটহাব জানিয়েছে, সময়ের এ এককটি মূলত ভিএফএক্স শিল্পী, প্রযোজক এবং প্রোগ্রামারদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে।
ফেসবুক ওপেন সোর্সের এক টুইটার পোস্টে বলা হয়, আমরা সময়ের নতুন একক উদ্বোধন করেছি। এটির নাম দিয়েছি ফ্লিক। এটা ন্যানো সেকেন্ডের চেয়ে সামান্য একটু বড়।
অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, ফ্লিক সাধারণ মানুষের ওপর কোনও প্রভাব ফেলবে না। তবে এটি ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে।
গবেষকরা বলছেন, চলচ্চিত্র, টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমের ভিজ্যুয়াল ইফেক্ট তৈরিতে সব মিলিয়ে প্রোগ্রামিংয়ের সঙ্গে জড়িতদের জন্য ফ্লিক কার্যকরী ভূমিকা পালন করবে ফ্লিক।
সূত্র: গিজমোড
একে/টিকে
আরও পড়ুন