ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সরকার আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে বলে দাবি করেছেন নিশা দেশাই

প্রকাশিত : ১৪:৪৯, ১২ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:৪৯, ১২ জুলাই ২০১৬

জঙ্গিবাদ নিয়ে সরকার আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে বলে দাবি করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। সফরের শেষ দিন গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি এ দাবি করেন বলে জানা গেছে। তিনি মনে করেন, এতদিন জঙ্গি হামলার ঘটনায় সরকার দেশীয় সন্ত্রাসী গোষ্ঠিগুলোকে দায়ী করলেও এখন আন্তর্জাতিক স¤পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখছে। নিশা দেশাই বিসওয়াল মনে করেন, জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা; সবাই মিলে এর সমাধান করতে হবে। সহযোগিতার বিষয়ে সরকারকে প্রস্তাব দেয়া হয়েছে বলেও জানান নিশা। এ সময় অন্যান্যের মাঝে ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, নিউএজ সম্পাদক নুরুল কবির ও একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি