ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরকার কাউকে বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা করেনি: তথ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩০, ৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

সরকার কাউকে বাদ দিয়ে কোনো নির্বাচনের পরিকল্পনা করেনি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, সরকার শুধু অপরাধী আর পাকিস্তানি দালালদেরকে রাজনীতি থেকে বিদায় জানাতে চায়। খালেদা জিয়া পাকিস্তানের প্রক্সি খেলোয়াড় এটা একাধিকবার প্রমাণিত।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনকৃত ফলক স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়ার নির্দেশে ৯৩ দিন মানুষ পুড়ানো হয়েছে। সুতরাং খালেদা রাজাকার, জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের সঙ্গী হয়ে রাজনৈতিকভাবে আত্মহত্যা করেছেন।

এ সময় কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি