ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশ অল্প সময়ের মধ্যেই মধ্যম আয়ের দেশে রুপান্তর হবে

প্রকাশিত : ১৭:০৮, ৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:০৮, ৬ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশ অল্প সময়ের মধ্যেই মধ্যম আয়ের দেশে রুপান্তর হবে বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতারা। জাতীয় প্রবৃদ্ধির হার ৭ ভাগ অতিক্রম করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল পূর্ব সমাবেশে তারা একথা বলেন। তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশের স্বাধীনতা স্বার্বোভৌত্ত্ব যেম নিরাপদ, তেমনি দেশের অর্থনীতি দিন দিন শক্ত ভিতের ওপর দাঁড়াচ্ছে। পরে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে জিরো পয়েন্ট হয়ে পল্টন ঘুরে দলীয় কার্যলয়ে এসে শেষ হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি