ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সরকার জনগণের ভাগ্যোন্নয়ন করতে চায়: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ৬ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৬:২২, ৬ জানুয়ারি ২০২০

বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের- সংগৃহীত

বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের- সংগৃহীত

শেখ হাসিনার সরকার নিজেদের পকেটের উন্নয়ন চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার মন্ত্রী-এমপিদের পকেটের উন্নয়ন নয়, জনগণের ভাগ্যের উন্নয়ন করতে চায়। 

আজ সোমবার ঢাকার সাভারে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র, শুকনো খাবার, শিশুখাদ্য ও শিশুবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। 

সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া নির্দেশ, সারা দেশে একজন মানুষও যেন শীতে কষ্ট না পায়, শীতে প্রাণহানি না ঘটে। সেজন্য আমরা আজ দলীয়ভাবে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। সরকার ইতোমধ্যে উত্তর জনপদসহ সারাদেশে ৪০ লাখ কম্বল বিতরণ ও শিশুদের মধ্যে প্রায় দুই কোটি টাকার শীতবস্ত্র দিয়েছে। যতদিন শীত থাকবে, ততদিন আমাদের শীতবস্ত্র বিতরণ করা হবে।’

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে ওবায়দুল কাদের বলেন, ‘নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হবে। গরিব মানুষ কষ্ট পাবে না। এই লক্ষ্য আমরা জনগণের সমর্থন চাই।’

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে ওবায়দুল কাদের বলেন, ‘নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হবে। গরিব মানুষ কষ্ট পাবে না। এই লক্ষ্য আমরা জনগণের সমর্থন চাই।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা। বক্তব্য দেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক মাহাবুবুর রহমান প্রমুখ।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি