ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সরকার ড. ইউনূসকে হয়রানির জন্য কিছু করছে না: আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ১ ফেব্রুয়ারি ২০২৪

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, সরকার ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করার জন্য কিছু করছে না।

সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘সরকার ড. ইউনূসকে হয়রানি করার জন্য কিছু করছে না। সরকার ড. ইউনূসের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে না। যে মামলা হয়েছে, সেটা শ্রমিকরা করেছিল। তারপর শ্রমিকদের অধিকার সুরক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত যে অধিদপ্তর আছে, সে ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে মামলা করেছে।’

আইনমন্ত্রী বলেন, প্রমাণ থাকার পরেও বিদেশে ছড়ানো হচ্ছে যে- ড. ইউনূসের বিরুদ্ধে যেসব অভিযোগ, তা সবই মিথ্যা এবং আমরা তাকে হয়রানি করার জন্য এসব করছি।  

আনিসুল হক বলেন, যে মামলা হয়েছে, তা শ্রমিকরা করেছিল। শ্রমিকদের অধিকার সুরক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত যে অধিদপ্তর আছে সেই অধিদপ্তর তার বিরুদ্ধে মামলা করেছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, অপরাধ করলে আইনের মুখোমুখি হতে হবে। 

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার রায় নিয়ে সঠিক ও সত্য তথ্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী। 

এএইচ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি