ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরকার বিএনপিকে হয়রানি করছে না: নৌপরিবহনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বর্তমান সরকার বিএনপিকে কোনো হয়রানি করছে না বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে সরকারের ওপর অভিযোগ করা হয়েছে।

শুক্রবার সকালে মাদারীপুর নতুন শহরে এলজিইডির বাস্তবায়নে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।  

নৌপরিবহনমন্ত্রী বলেন, আইনের বিধান রয়েছে কোনো মামলার আসামি আদালতে হাজির না হলে তাদের পুলিশ গ্রেফতার করতে পারে।

মানুষ এখন বিএনপির কোনো কর্মসূচির কথা শুনলেই তাদের ভয় পায় বলে উল্লেখ করে শাজাহান খান বলেন, বিএনপি তাদের কর্মসূচির নামে বিগত দিনে নৈরাজ্য চালিয়েছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীদেরও পুলিশ দিয়ে পেটানো হয়েছে। অথচ তখন আওয়ামী লীগের কেউ কোনো ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত ছিলাম না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী প্রমুখ।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি