ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সরকার বিরোধী আন্দোলনের প্রস্ততি নিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৪, ২৩ এপ্রিল ২০১৭

ঝুঁকি নিয়ে হলেও সরকার বিরোধী আন্দোলনের প্রস্ততি নিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক আলোচনায় তারা আরো বলেন, শিগগিরই আন্দোলনের ডাক আসবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদের মুক্তির দাবিতে সভার আয়োজন করে সিরাজগঞ্জ জেলার নেতারা।
এতে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান । বলেন, দেশের মানুষ
জনগনের প্রতি সরকারের দায়বোধ লোপ পেয়েছে বলে অভিযোগ করেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। নতজানু পররাষ্ট্র নীতির কারনে হাওরে ইউরেনিয়াম দুষণের প্রতিবাদও সরকার করতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।
আলোচনায় অন্য বক্তারা বলেন, রাজপথে লড়াই করেই গণতন্ত্রসহ সব অধিকার ফেরত আনতে হবে।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি