ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরকারি চাকরীতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স ৬০ থেকে ৬৭তে উন্নীত করার দাবি

প্রকাশিত : ১৭:২০, ২০ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৩৩, ২০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

সরকারি চাকরীতে মুক্তিযোদ্ধাদের অবসরে যাওয়ার বয়স ৬০ থেকে ৬৭তে উন্নীত করার দাবি জানিয়েছেন চাকরীজীবি মুক্তিযোদ্ধারা। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তারা এ দাবি জানান।  কোন চাওয়া পাওয়া নয়, দেশকে ভালোবেসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। এদিকে, মুক্তিযোদ্ধাদের চাকরীর বয়সসীমা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরির বয়সসীমা ৬৭তে উন্নীত করার দাবি জানিয়ে আসছে ৭১’এর রনাঙ্গনের সৈনিকরা। পরে, মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করার আদেশ দেয় উচ্চ আদালত। প্রস্তাবটি মন্ত্রিসভায় তোলা হলেও তাতে সাড়া মেলেনি। ৬০ বছরেই অবসরে যেতে হচ্ছে এসব মুক্তিযোদ্ধাদের। শক্তি সামর্থ থাকা পর্যন্ত দেশের সেবা করতে চান অবসরে যাওয়া এসব মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশের জন্য স্বাধীনতা সংগ্রামে যারা ঝাপিয়ে পড়েছিলেন, সরকারের উচিত তাদের দাবিগুলো সর্বোচ্চ গুরুত্ব দেয়া। অবসরে যাওয়া চাকরীজীবিদের শীগ্ররই কাজে যোগদান করিয়ে দেশের সেবা করার সুযোগ দেবে এমনটাই প্রত্যাশা তাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি