ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরকারি প্রটোকলে প্রচারণা চালাতে পারবেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৪, ১৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ২২:৩৮, ১৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, নির্বচনের তফসিল ঘোষণার পর থেকে ফলাফল গেজেট আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি প্রটোকলে প্রচারণা চালাতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সরকারি সফরে বা অন্য কোনও সরকারি সুযোগ-সুবিধা নিয়ে প্রচারণা চালানো যাবে না বলে জানান তিনি।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন ভবনে তার কার্যালয়ে এ তথ্য জানান তিনি।

কবিতা খানম বলেন, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির সংজ্ঞায় বলা আছে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, সিটি করপোরশনের মেয়র, স্পিকারসহ অন্যরা জাতীয় সংসদ নির্বাচনে সরকারের সুবিধা নিয়ে প্রচারণায় যেতে পারবেন না। তবে প্রধানমন্ত্রী যেতে পারবেন।

তিনি বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর পরিবারের সদস্য হিসেবে বিশেষ আইনে নিরাপত্তা সুবিধা পান। আর সে জন্য বিশেষ আইনের নিরাপত্তা সুবিধা নিয়ে তিনি প্রচারণায় প্রটোকলের সুবিধা পাবেন।

তিনি আরও বলেন, নির্বাচনী আচরণ বিধিমালায় নির্বাচনকালীন সংসদ সদস্যদের নিয়ন্ত্রণের জন্য আলাদা কোনও পরিবর্তন আমরা আনছি না। কেননা, তাদের কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে, তা বর্তমান আইনেই আছে। আর আইন সবার জন্য সমান। তাই সবাইকে আইনটা মানতে হবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি