ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরকারি ব্যাংকগুলেকে এসএমই ঋণ বাড়ানো এবং গ্রাম মুখি হওয়ার তাগিদ- অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৪:২২, ৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৬:৪৫, ৩ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

সরকারি ব্যাংককে লুটপাটের ধাক্কা এখনো পুরোপুরি কাটিয়ে উঠা সম্ভব হয়নি বলে জানিয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ৫৬টি বানিজ্যিক ব্যাংক থাকলেও মানুষ প্রত্যাশিত সেবা পাচ্ছেনা বলেও স্বীকার করেন মন্ত্রী। জনতা ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় সরকারি ব্যাংকগুলেকে এসএমই ঋণ বাড়ানো এবং গ্রাম মুখি হওয়ার তাগিদ দেন অর্থমন্ত্রী। ২০১০ থেকে ১২ পর্যন্ত সময়ে সোনালী ব্যাংকের প্রায় চার হাজার কোটি টাকা লুটে নেয় হলমার্ক গ্র“প। একই সময়ে সরকারি বেসিক ব্যাংকের তিন শাখা থেকেও নামে বেনামে লুটপাট হয় কয়েক হাজার কোটি টাকা। এ ব্যাংক গুলোকে টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত নতুন করে মূলধন দিতে হয়েছে সরকারকে। আবারো এমন পরিস্থিতি এড়াতে সরকারি ব্যাংকগুলোকে বড় করপোরেট গ্রাহক নির্ভরতা কমিয়ে গ্রাম ও ক্ষুদ্রউদ্যোক্তা মুখি হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। আর অর্থমন্ত্রী বলছেন,পরিস্থিতি সামাল দেয়া গেলেও এখনো এ ধাক্কার রেশ কাটেনি। আরও বেশি জনগনকে ব্যাংকিং সেবার আওতায় আনতে না পারার জন্যও খানিকটা আক্ষেপ তার। জনতা ব্যাংকের মূলধন ঘাটতি না থাকা এবং খেলাপি ঋণ আদায় পরিস্থিতির উন্নতি হওয়ায় তাদের ধন্যবাদও দেন অর্থমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি