ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরকারের কঠোর অবস্থানের কারণেই প্রশ্নফাঁস থেকে বেরিয়ে আসা সম্ভব হয়েছে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১২:০০, ৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৫৪, ৩ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্রে গেলেও হলে ঢোকেননি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষকদের কাছে পরীক্ষার খোঁজ খবর নিয়েছেন মন্ত্রী। পরে তিনি জানান, সরকারের কঠোর অবস্থানের কারণেই বিগত কয়েক বছরের প্রশ্নফাঁসের রেওয়াজ থেকে বেরিয়ে আসা সম্ভব হয়েছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচ এসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১২ লাখেরও বেশি পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবার এক লাখ ৪৪ হাজার ৭৪৪ জন পরীক্ষার্থী বেশি। প্রথম দিন এইচএসসিতে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়েছে। হলের ভিতরে যখন শিক্ষার্থীরা, তখন বাইরে বসে অভিভাবকরাও প্রহর গুনছেন সন্তানের শুভ কামনায়। পরীক্ষা শুরুর পরপরই রাজধানীর ভিকারুন্নিসা নুন স্কুল এন্ড কলেজে কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। তবে এবার তিনি হলের ভেতরে ঢোকেননি। পরে মন্ত্রী বলেন, বোর্ড পরীক্ষার এই ধাপে ঝরে পড়া শিক্ষার্থীর হার ২৫ ভাগ থেকে কমে দাঁড়িয়েছে ১৯ ভাগে। সরকার কঠোর থাকায় প্রশ্ন ফাঁস কমেছে বলেও জানান মন্ত্রী। মন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় দীর্ঘায়িত না করে কিভাবে কমিয়ে আনা যায় সে ব্ষিয়ে কাজ করছে মন্ত্রণালয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি